হাসান জাকি ( রাসেল ) কার্জনেক্স'৯১ এর বন্ধু অণুজীব বিজ্ঞানের ছাত্র। বর্তমানে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাংলাদেশে এসেছে কয়দিন হোল, আর একদিন পরেই চলে যাবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে রাসেল এসেছিল কার্জনেক্স'৯১ বন্ধুদের সাথে দেখা করতে। অনেকদিন পরে তাঁকে পেয়ে খুব ভালো লেগেছে আমাদের।
কার্জনেক্স'৯১ বন্ধু একেএম মাহবুব হাসান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের ছাত্র ও একই বিভাগের অধ্যাপক। সম্প্রতি মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডীন নির্বাচিত হয়েছে। ডীন নির্বাচিত হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে মাহবুবের সাথে আমাদের দেখা হয় নাই, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বন্ধু মাহবুব হাসান এসেছিল।
বন্ধুদের সাথে, বন্ধুদের নিয়ে কাজ সব সময়ই অনেক ভালো লাগার অনুভূতি।
গত ৭ জানুয়ারি আমাদের বন্ধুদের নিয়ে গড়া কার্জনেক্স'৯১ এর এজিএম হয়েছিল। আমাদের ইসি কমিটি প্রথম বসার উপলক্ষ খুঁজছিলাম, প্রবাসী বন্ধু হাসান জাকি ( রাসেল ) ও মাহবুব হাসান এর কারণে গতকাল ১৩ ফেব্রুয়ারী আমাদের প্রথম ইসি মিটিং হয়ে গেল।
অভিনন্দন ও শুভেচ্ছা
বন্ধু অধ্যাপক ড.একেএম মাহবুব হাসান, ডীন, জীববিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
অভিনন্দন ও শুভেচ্ছা
বন্ধু অধ্যাপক ড. হাসান জাকি ( রাসেল ), টেক্সাস বিশ্ববিদ্যালয়, আমেরিকা।
সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা।
ধন্যবাদান্তে।
রকীব আহমেদ।