Iftar program on 16 April, 4.30 PM ar IER, DU
Iftar program on 16 April, 4.30 PM ar IER, DU

Notice
এ কে এম শাহ নেওয়াজ লিটুর প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত
Published: 20/07/2023

শাহ নেওয়াজ লিটু পদার্থ বিজ্ঞানের প্রথিতযশা ছাত্র। আমাদের বন্ধু লিটু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে আমেরিকাতে পিএইচডি সম্পন্ন করেছে। খুব বড় মাপের একজন বিজ্ঞানী, ন্যানো টেকনোলজির উপর সে গবেষণা চালিয়ে যাচ্ছিল। লিটু গতকাল (১৯ জুলাই, ২০২৩ ) ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্যাক্তিগত জীবনে লিটু দুই সন্তানের জনক। তার দাফন কাফন আমেরিকাতেই সম্পন্ন হবে।

বন্ধুর মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা লিটুর শোকসন্তপ্ত পরিবারেরর প্রতি গভীর সমবেদনা জানাই এবং তার আত্মার মাগফেরাত কামনা করি।